সদ্য জাত শিশু বলতে পারেনা কথা
তবু বলে ওঁ -য়া ওঁ -য়া ।
আকারে ইঙ্গিতে বোঝাতে চায়
তার ভাষা।
মা কে বলে-
এসো বসো কাছে, নাও কোলে আমায়।
জীবনে চলার সূচনা হয়
মায়ের কোমল হাত ধরে।
প্রথম চলায় শিশু, আছড়ে পড়ে যখন-
মা তুলে নেয় , আদর করে তখন।
শিশুর যাত্রায় আসে ,প্রবল ঝড়
মা তখন শক্ত হাতে , রক্ষা করে।।
ঝড় কে বাধা দেয়।
বাধা দিতে – দিতে ক্লান্ত হয়ে পড়ে,
তবু বাধা দেয়।
একসময় সেই ঝড়ে, গ্রাস করল তার মাকে।।
ঝড় থেমে গেল,
পরিবেশ শান্ত কিন্তু গুমট।
এদিক-ওদিক তাকিয়ে ফেরে
তবুও পায় না খুঁজে মা কে!
ক্ষণিক পরে বুঝতে পারল,
মা -তার হারিয়ে গেছে।
জীবন যুদ্ধের মাঠে ,তাকে একলা লড়াই করতে হবে
বেদনায় সমস্ত বুক ফেটে-
ডুকরে ডুকরে ,কান্না আসে ভেসে।।
...রুদ্র মিত্র