শেষ পরিণতি

একটি সদ্য জাত আধ ফুটন্ত গোলাপ,
তার প্রাপ্ত যৌবন পর্যন্ত-
কণ্টকিত প্রহরী দ্বারা চির পাহারা রত অবস্থায়
বৃন্ত খচিত সিংহাসনে আধিষ্টিত হয়ে-
সৌর-চন্দ্র র আলো ছায়ায়, হেঁয়ালি করে
বাগান রাজ্যের প্রসার লাভ করে থাকে।
এমনই  ভাব , যেন তার কাছে যাওয়া
সকলের ই অসাধ্য।।
সেই যেন দণ্ডমুণ্ডের কর্তা,
সকলকে অবজ্ঞা করা-
তার একটা অভ্যাস হয়ে গেছে।
এভাবেই কালের সময় অতিবাহিত হতে থাকে।
তারপর, হঠাৎ একদিন সতেজ দর্প চূর্ণ হয়ে
লুটিয়ে পড়লো ভূতলে।।

......রুদ্র মিত্র