পথ চলা তোমার পথের পাঁচালি দিয়ে
এই দীর্ঘ যাত্রায় তুমি অপরাজিত।
তোমার হাত ধরে অপু কে আজ সারা বিশ্ব চেনে।
তোমার তৈরি মহানগর-এর নায়ক তুমিই,
দেবী থেকে চারুলতা আজও ,
তোমার জলসাঘর -এ বিরাজ করে।
ঘরে- বাইরে তোমার মতো-
মহাপুরুষ এর দেখা খুব কম মেলে,
অরণ্যের দিন রাত্রি তোমাকে খুব মিস করে।
বাচ্ছা থেকে বুড়ো গুপি-বাঘা সবার প্রিয়।
রবিবারে দুপুর কাটে ফেলুদা কে ঘিরে
মন কখনো রাজাস্থানের বুকে সোনার কেল্লা-তে ঘুরে ফেরে
সন্দেহ লাগে ! যদি কোনও আগন্তুক এর আঙ্গুলে বেল বাজে
তখন অশনির সঙ্কেত এর আভাস মনে জাগে।
তোমার প্রতিদ্বন্দ্বী করবে এমন সাহস আছে কার
তুমিই এক অজেয় সতরঞ্জ কে খিলাড়ী
তোমার সদ্গাতি তে ফলেছে সোনা
তুমি বাংলার পরশপাথর ,মাহারাজা তোমারে জানাই সেলাম।