সময়ের তারা-গুলি আসে ,
আমাদের জীবনের ক্যানভাসে
জানা-অজানা কতো ছবি যায় এঁকে।
সকালে সূর্যের লাল আলো যখন ওঠে
সময় হাস্য ভরে পূর্ণ করে তোলে।
দুপুরে আবার তারা , যায় বদলে,
অক্লান্ত কর্ম-যজ্ঞে প্রয়াত হতে।
সন্ধ্যায়, সূর্যের লালন শেষ যখন পশ্চিমে
আঁধার নেমে আসবে মনের কোণে।
আকাশ জুড়ে জ্বলবে অনেক তারা
বুকের ভিতর বুনবে স্বপ্ন ,মায়া ভরা।
স্বপ্ন কিছু পূর্ণ হবে , আবার হবে না।
কিছু তারা হারিয়ে যাবে ব্ল্যাক–হোলে,
সাক্ষাত জীবনের স্বপ্ন রেখে।
সময় চক্র চলবে অবিরাম,
থেকে যাবে শুধু বাঁচার সংগ্রাম।।