বিদ্রোহী তোমার রক্তে ফেরে
কলমে ফোটে সাম্যের গান ।
এ জগতের কাণ্ডারি তুমি
তোমার লেখ-নিতে খেলে তরবারি ।
বাংলা সাহিত্যে ঝড় আসে
তোমার হাত ধরে ।
তুমি শিখিয়েছ জাতি কে
জাত-পাত ছেড়ে শুধু এক হতে ।
তুমি বলেছ মনের কারাগার ভেঙ্গে
সম্প্রীতির ভাব বজায় রাখতে,
তুমি শিখিয়েছ মানুষ হতে ।
তবুও সময়ের ছল নাতে –
তোমাকে সইতে হয়েছে অনেক জুলুম,
কিন্তু কালের আকাশে
আজ তুমি সকলের ধ্রুবতারা- নজরুল।
রুদ্র মিত্র