রঙ্গিন পৃথিবী হুয়েছে স্তব্ধ
করোনা এসে করেছে জব্দ।
অদৃষ্টের  এই মারন কোপে-
গোটা বিশ্ব আজ ধুকছে।
ধাপে ধাপে বারছে লাশ
মানুষ এখন প্রকৃতির দাস।
বাঁচতে চাইলে থাকো গৃহবন্দি
চার দেওয়াল আর মোবাইল শুধু সঙ্গী
রাজনীতি আজ একই সুরে
জপছে বাঁচার গান।
ঈশ্বর আজিকে ঘরে তালা মেরে –
ডাক্তার বেশে মোদের ভিড়ে
করোনার এই করুণা থেকে
সভ্যতা কে মুক্তি দিতে ।


…… রুদ্র মিত্র ……