শূণ্যতা ভরা এই সমাজে
বৃথাই থাকা মাথা উঁচু করে |
মূল্যবোধের মাপ কাঠি হারিয়েছে -
আজ ,কলির মহাকাশে |
রাজনীতির নৃশংসতায় ধরা পড়ে
সেই পুরানো মহাভারতের ছবি !
অত্যাচারিত পাণ্ডব -আজ সাধারণ মানুষ ,
দ্রৌপদী আজও লাঞ্ছিত
অভয়া -নির্ভয়া -তিলোত্তমা বেশে ,
দুর্যোধনের মুখোশ পরা কৌরবদের হাতে |
লড়াইটা সেই একই আছে |
শিরদাঁড়া শুধু ঝুঁকে গেছে
ক্ষমতার উচ্চ আস্ফালনে |
আর কতদিন চলবে
গোপন বক্ষে, অশ্রু নদীর ধারা !
কল্কি তুমি আসবে কবে ?
সাদা ঘোড়ায় সওয়ার হয়ে, অস্ত্র হাতে ধরা |