ধোঁয়া শা
এক অদ্ভুত আশা,
যায় না ক চোখে দেখা।
সম্মুখ পরিছন্নতায় ভরা
কিন্তু অভ্যন্তরে তীব্র কোকেনের নেশা।
শুরু টা কেবল কাঠের টুকরো
আঁকড়ে ধরে সাগর বক্ষে ভাসা,
শেষ টা শুধুই অজানা।
গোপন জঠরে উত্তপ্ত আগ্নেয় লাভা
গুপ্তধন ভেবে ঘাঁটালে-
যাবেনা পাওয়া সোনা,রুপা অথবা হীরা-পান্না।
কেবল অচিরেই শেষ হয়ে যাবে,
জীবনের অমূল্য রত্ন যাত্রা।
......রুদ্র মিত্র