বাঁচতে চাই
বদ্ধ কাঁটা তারে র শৃঙ্খলিত সমাজে
গলায় বেড়ি পড়ে-
থাকতে আর ভালো লাগে না।
এই কাঁটা তার-
আমার হৃদয়কে করেছে ক্ষতবিক্ষত।
কলুষিত এই সমাজে থেকে
জীবনটা হয়েছে- একটা ভাঙ্গা বোতলের
কয়েক টুকরো কাঁচ মাত্র।
গোটা দুনিয়া আজ স্বার্থপর নর-পিশাচ,
এরা বোঝে না –
ভ্রাতৃত্ব বোধ, দয়া-মায়া, প্রেম-ভালবাসা
বোঝে না মায়ের স্নেহ-মমতা।
শুধু রাজনীতির জাল বুনে
নৈপুণ্য এর সাথে বিস্তার করে
সমাজের আলো শুষে নিয়ে
ঠাণ্ডা বিয়ারের বোতল হাতে বসে থাকে
অর্ধ-নগ্ন রাজশ্রীদের পাশে।
জানে শুধু টাকা, সাম্রাজ্য
আর জানে সাধারণ মানুষের রক্ত-
কিভাবে আকণ্ঠ পান করতে হয়।
সব দেখে স্থির থাকতে পারি না
মনে হয় ! হিংস্র জন্তু গুলো –
মনটাকে ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করছে।
জীবনে বেঁচে থাকার আশা
তখন স্পিরিটের মতো উবে যায়।
মুক্তি চাই,মুক্তি চাই –
এই অস্বাস্থ্যকর সমাজ থেকে।
সকলের সাথে হেসে খেলে
প্রাণ খুলে মুক্ত বাতাসে শ্বাস নিয়ে
আমি বাঁচতে চাই।
আমি বাঁচতে চাই।
......রুদ্র মিত্র