যদি না রাখো কথা     না রাখো হাত এই হাতে
যদি ভুল পথে পা বাড়াও  না চলো আর একসাথে।


তবে জেনে নিও প্রিয়,     আমিও আছি সাথে
            আজকের মতো করে নয়তো।
ভুল পথে চলে গেছো,    ভুলটাকেই সাথী করে
          কুড়িয়েছ ভুলে ফুল হয়তো।


ভুল হলে থাকে শুধু     ক্ষমা টাই প্রাপ্তি,
ক্ষমা তাই করিয়াছি,    ভুলে সব ভ্রান্তি।


ফিরে তবুও আসো তুমি     নব নব উৎসবে,
           নেই কোনো সংকোচ, দ্বিধা।
ঝেড়ে ফেলো অশ্রু     সকল অভিমান;
মেটাবো নতুন করে,    জাগ্রত হলো যত ক্ষুধা।

লেখা: ১৯/০৯/২০২০
দারোগা বাড়ি, বগুড়া