বিচ্ছেদে মোর মন ভাঙিবে
এই কি তোমার আশা?
সাধ্য কি'বা সাধ আছে কার?
থাকতে  ভালোবাসা।

তোমার সুখে জাগুক যে সুখ
আমার হৃদয় জুড়ে;
তোমার দুঃখে আমিও দুখী
আলোকবর্ষ দূরে।

গ্যলাক্সিময় গ্রহ তারা
যোজন-যোজন দূরে ;
তবুও তো সুখ নিচ্ছে খুঁজে,
শূন্যতাকে ঘিরে।

সপ্তর্ষি রা ধ্যান ভেঙে হায়
মগ্ন সেথায় কিসে?
তোমার আমার গল্প খোঁজে
শূন্য লোকে ভেসে।

আঘাত দিয়ে ফুল ফুটাবে
এই কি তোমার সাধ?
আমার যে হায় শূন্যতা চাই
যাক ভেঙে সব বাধ।

০৩/০৩/২০২১
বগুড়া, বাংলাদেশ।