নিশিভর শশী জোছনা বিলায়;
স্বার্থ তাহার লোক-স্তুতি।
নিশি জেগে লোকে শশীসঙ্গ চায়;
স্বার্থ তাদের চন্দ্রিকা দ্যুতি।
গিরি-নিঃস্রাব বহে সমতলে;
স্বার্থ তাহার নোনা-জলে মেশা।
সিন্ধু হারায় প্রাণ লহরী;
স্বার্থ পাওয়া খুঁজে কূলের দিশা।
শৈলপ্রপাত ঝরে অবিরাম;
স্বার্থ যে তার, ভূধর স্নান।
প্রেমিক মহী প্রাণ খুঁজে পায়;
ছুইলে জলদ অধীর প্রাণ।
বাগিচার ফুল কভু না ছড়ায়,
পরাণ জুড়ানো মোহনীয় ঘ্রাণ;
স্বার্থ যে তার অলির মিলন,
কুঞ্জবনে মাতাইতে প্রাণ।
সংসারে হরদম স্বার্থেরই খেলা,
নহে কিছু তার বাহিরে।
ভুবনে এ রণ, চলে অবিরাম;
স্বার্থ-গীতি সবে গাহিরে।
স্বার্থবিহীন অনন্তও আসেনা;
পরার্থকে তাই বলী দিয়া বলি।
আপন স্বার্থকে পাল্লায় তুলে,
সকলি মাপিয়া চলি।
আমাদের মাঝে স্বার্থের খেলা
না পুরিলো কোনদিন।
নিশি রাত, বাঁকা চাঁদ, বর্ষার গান;
দিয়ে গেলাম সবই আজ ঋণ।