নিত্য করি প্রার্থনা যে
সঙ্গোপনে হিয়ার মাঝে,
আরেকটি বার, দেখবো তোমার;
হৃদ শিকারী সেই হাসিটা।
বদন খোলা মুক্তকেশা
যে হাসিটা ঝড় তুলে দেয়,
সমতলে চলতে গিয়েও;
যে হাসিটা হোঁচট খাওয়ায়।
হৃদয় খুঁড়ে যে হাসিটা
বন্য হাওয়ায় সোহাগ জাগায়,
চোখ বুজিলে যে হাসিটা;
স্বর্গ থেকে সুখ এনে দেয়।
পড়ুক না সেই হাসির ই ধুম
করুক না মন-ঘর উজালা,
সকাল দুপুর সন্ধ্যেবেলা ;
যে হাসিতে হলেম যে খুন।