তোর নামেতে নেই অভিযোগ,
নেই অভিমান, নেই কোন দোষ।
তোর নামে তাই উড়িয়ে দিলাম
হাজার রংয়ের রঙিন ফানুস।

তবুও যদি আকাশ জুড়ে,
ঝড় উঠে যায় তোর শহরে,
হঠাৎ দেখা হয়েই গেল,
ঝড়ের কালো দ্বিপ্রহরে।

পারবি কি তুই মুখ লুকাতে,
অশ্রু-ভেজা কান্নাগুলো?
ঠিক যেভাবে একলা হলো,
মেঘ জমানো মানুষগুলো।

কিংবা দেখা নাইবা হলো,
নাইবা হল দুঃখ বিলাস ।
নাইবা হল চুমুক দেয়া,
চায়ের কাপে, এক ছাদে বাস।

পারবি কি তুই উড়িয়ে দিতে
আমার নামে একটি ফানুস?


আচ্ছা না হয় ছেড়েই দিলাম
ফানুস, সে তোর পছন্দ নয়।
তোর আকাশে উড়বো ঘুড়ি,
নাটাই হাতে তোর ছাদে আয়।