এই যামিনী কাটবে জানি
আঁধার লোকে ভেসে,
হয়তো কিরণ আসবে আবার;
মোর বাতায়ন পাশে।
হয়তো আবার জমবে মেলা,
জমবে নাচের পুতুল খেলা;
হয়তো হবে রংতুলিতে
রঙের সম্মেলন।
হয়তো আবার নরম কাঁদায়,
ছোট্ট মনের জটিল ধাঁধায়;
হয়তো হবে হঠাৎ করেই
দ্রোহের বিস্ফোরণ।
হয়তো আবার ফিরবো গাঁয়ে,
গড়বো প্রাসাদ রঙিন নায়ে;
কলমি লতায় ভাব জমিয়ে
থাকবো সেথায় বেশ।
উড়বো আবার ফড়িং হয়ে,
প্রাণ জুড়ানো শীতল বায়ে;
মেঘের নিকষ কালো ছায়ে
হবো নিরুদ্দেশ।