নিশি ফুরাই লো,তবু আজি নিশাকর জাগে।
তব কবরী মূলে,
মম হিয়া কে দুলে;
আজি এ কোন শিহরণ জাগে?
আজি নিজেরে ভুলিয়া, খুঁজিয়া চলি ভুল।
তব ছিন্ন খোপা র চুলে,
মম রিদয়-নিলাজ ভুলে;
আজি গুজিয়া দিয়াছি রক্তজবার ফুল।
কতো শ্বেত বেলী ঘ্রাণ, অনিল বহিয়া আনে।
তব কুন্তল বেণি হতে,
মম চিত্ত বিনোদিতে;
আজি মনোহর গেয়ে যায় প্রাণে।
আজি গোধুলীবেলায়,আঁধার যেন না আসে।
তব আঁচল পরবাসে,
মম অন্তর খোলা'কাশে;
আজি দিগন্ত লাল অর্ক যেন হাসে।
১ লা ফাল্গুন,২০২১
বগুড়া, বাংলাদেশ।