দ্বিপ্রহর গড়িয়ে সবে অপরাহ্ণের শুরু
পশ্চিম আকাশ জুড়ে সিঁদুর মেঘের রাজত্ব
ঠিক এমনই সময় হঠাৎ উঁকি দিলে তুমি
শুভ্র ধবল হরিণীর মতো,
দু নয়নে হয়ে গেলো বাত।
প্রশান্ত হৃদয়ে যেন আলতো করে
ছুঁয়ে দিলে তুমি, হলো হৃদয়োন্মাদ।


তোমার ঐ হিরণ্য বদনে
চাহি এই বিধস্ত নয়নে।
কী শোভা!  কী মায়া! সে দৃষ্টিতে।
যেনো স্বর্গের দেবতারা নেমে
আসে একমুঠো রৌদ্র ঢেলে দিবে বলে।
প্রজাপতিরা দলে দলে ছোটে
একটিবার স্পর্শ নিবে বলে।
কতো হিল্লোল থামে উত্তাল পাথারে
কতো পথিক চলে পথ হারিয়ে,
তোমার আলোয় আঁধারে।

আজ ধন্য হলো শত অরণ্য
এ যে তোমার জন্ম তিথি।
তুমি মুক্ত হাওয়ায় সুবাস ছড়াও
বেলীফুলের মতো,
জাগুক সকল মিষ্টি অনুভূতি।