মুক্তি চাই,
ওরে মুক্তি কোথায় পাবো?
আপন ভুবনে সহসা করি ফেরি;
ভুবনেশ্বরে অঞ্জলি বিলাবো।
মুক্তি চাই,
ওরে মুক্তি কোথায় আছে?
মুক্তি মিলেনা ছিন্ন করে;
ভুবনে যত বন্ধন অটুট আছে।
মুক্তি চাই,
প্রভু মুক্তি কোথায় আছে?
মুক্তি মিলাও ছিন্ন করে
ভুবনে যত মায়ার বাঁধন আছে।
মুক্তি চাই,
ওরে মুক্তি সেথায় হবে?
বিধাতার তরে সঁপিয়া জীবন
যতদিন বেঁচে রবে।