কিছু রমণীর মুখের হাসি,
মিষ্টি হলেও হাসি নয় ,
চালাক-চতুর, হাবাগোবা,
সকলের ই তাতে ফাঁসি হয়।


কিছু মানুষের হাসির ভিতর
থাকে সকরুণ সুর,
গভীর ক্ষতে নিত্য ঘায়ে
পালায় বহুদূর।


কিছু মানুষের হাসির থাকে
করালগ্রাসী রূপ,
পেছনে বলে গোপনে লাগায়,
সামনে থাকে চুপ।


কিছু মানুষে এমনি হাসে,
লোকে যে তারে পাগল কয়;
কি বা সুখে হয় নিজের সাথে
নিজের বাক্য বিনিময়।


কিছু মানুষের হাসি অশেষ,
জীবন টা তার বন্ধুময়,
ভিতরে বহে ফল্গুধারা
লোকে যে তারে তরুণ কয়।


কিছু মানুষে দুঃখে ও হাসে,
শোক ভুলে দেয় হাসির পোজ,
নেতা বলে সে হুদাই হাসে,
পায় না খুঁজে হাসির খোঁজ।


কত শত রূপে হাসি মোরা,
হাসি গুলোকে চিনতে হয়;
না হলে জীবনে শিক্ষা অনেক
ইচ্ছে ছাড়াই শিখতে হয়।


৩০ অক্টোবর, ২০২০
বগুড়া, বাংলাদেশ