মোহিনী তোমার পেলাম না তো দেখা
ভীষণ বাঁকা আমার হাতের রেখা।
জোছনা যতো তোমার দেশেই যাক;
জোনাকি নাহয় মোর আঁধারেই থাক।
যে আকাশে তুমি ছিলে মোর
ধ্রুবতারা হয়ে;
আজ কেন তা ভরিয়ে দিলে
ঘন কুয়াশার ভোরে।
ক্ষণিকের তরে আসলে কেন;
হৃদয়ে দিলে না সাড়া।
আমিতো চাইনি, চেয়েছিলে তুমি
চেয়েছিলো শুকতারা।
জ্যোৎস্না আজও দিচ্ছে সাড়া
মোর বাতায়ন পাশে।
ঝলমলানো আলোর বাহার
হৃদ-আকাশে ভাসে।
তুমি শুধু আজ না-বলা কথা,
না-গাওয়া নতুন সুর;
অসীম আঁধারে হাড়িয়ে যাওয়া
স্বপ্ন বহুদূর!!!
তবুও আমার হৃৎস্পন্দনে
তোমার কাঁকন বাজে।
শীত-গ্রীষ্ম-বর্ষা রাতের,
অধীর স্বপন মাঝে।