তুমি চলে গেলে! হেমন্ত শেষে......
শীতের রুক্ষতায় ছেঁয়ে গেলো এ ধরা।

কালের ক্লান্তি শেষে......
প্রশান্ত মনে গাংচিল ডানা ঝাপটায়;
তবুও কেন আসলে না তুমি?
সবুজ বনানীর ধারে, ঝাউবন ঠেলে,
চিকন চাহনিতে হাসলে না তুমি!!

এক ফালি নিষ্ঠুর রোদ, কিংবা......
এক পশলা অঝোর বৃষ্টি শেষে.....
নীলিমার বুকে জেগে ওঠা রংধনুর রং ,
অবহেলায় মিশে গেলো আঁধারে;
সেদিনও কেন আসলে না তুমি?
স্নিগ্ধ আকাশের বুকে;
ক্ষণে-ক্ষণে জেগে ওঠা অশনির....
তীক্ষ্ণ রশ্মিকে ছাপিয়ে হাসলে না তুমি!!

তবে তাই হোক.......!
তবে তাই হোক.......!!
আঁধারের মাঝে জ্যোৎস্না জমুক
মানসপটে স্মৃতির ঝড় হোক,
অপলকে থাক প্রিয় সেই চোখ;
কেটে যাক সব মোহনির্মোক!