কোনো এক জমকালো সন্ধ্যা রাতে,
যদি দেখা হয় তোমাতে আমাতে,
যদি আসে জল, ছল-ছল দুটি আঁখিপাতে;
ক্ষমা করে দিও,
তুমি বুঝে নিও,
আমাদের গুঞ্জন-ওলি  আমাদের ভুলে;
চলে গেছে দূরে ,গোলাপের গাঁঢ় গিট খুলে!
ক্ষমা করে দিও,
তুমি মেপে নিও;
পথ চেয়ে থাকা সে আবেগের দাম,
বহু মানুষের, বহু নামের ভীড়ে প্রিয় সে নাম!
ক্ষমা করে দিও,
তুমি জেনে নিও,
কেটে গেছে মোহ,মুগ্ধ করা কুন্তল বেলী ঘ্রাণ,
বেড়েছে বঞ্চনা, বহু বেদনায় বহু ব্যবধান!