এ কেমন তুমি? ওহে প্রিয়তমা-
নাও না কোন খোঁজ!
শত্রুর কোলে মাথা রেখে-
মোরে বন্ধু বানাও রোজ!

চাইলে তুমি পারতে হতে-
প্রেম কাননের উন্মাদনা!
চাইলে তুমি পারতে হতে
মরুর বুকে শিশির দানা!
ওসব কেবল রোজ-হতাশা
নেইকো তোমার খোঁজ;
শত্রুর কোলে মাথা রেখে,
মোরে বন্ধু বানাও রোজ!

অথচ দেখো হয়েছো তুমি
নিষ্ফলা এক ছোট্ট ভূমি!
ফসল ঋতু যায় যে ডেকে-
নাও না তুমি খোঁজ!
শত্রুর বুকে মাথা রেখে,
মোরে বন্ধু বানাও রোজ!

কারো কাছে তাই- রাখিনি আমার
প্রিয় না হবার লোভ।
রাখিনি কোনো- প্রিয়তম নীড়ে;
প্রিয় না হবার ক্ষোভ।

ইচ্ছে এবার ফিরব ঘরে---
নিজের অন্ধকারে !
নিজের প্রিয় ধ্বংসের কাছে!
তবু--প্রিয়তম হব খুব!