তার ছন্দে প্রানের মুগ্ধতা
আর সুর লয়ে তে প্রশান্তি;
তার তত্ত্বে লাগে অনুধাবন
আর তর্কে ভেজাল যুক্তি।


তার অজ্ঞতা তে ঘোর আধার
আর আলস্যে তে নিস্ফলা;
তার অহংকারে ইন্দ্র পতন
আর ব্যধির বিনাশে ত্রিফলা।


তার শনিতে ঘটে ধ্বংসলীলা
আর অশনি তে নয় হুশিয়ার ;
তার সংকটে ঘটে বোধের বিনাশ
আর সৃষ্টিতে হয় উল্লাস।


তার গভীরে ঘটে মায়ার স্খলন
আর গহীনে থাকে শূন্যতা ;
তার নিঃশব্দে বাজে হাহাকার
আর নৈবেদ্যে পায় পূর্ণতা।