ব্যাংকের বড়বাবু
কাচে ঘেরা রুম তার,
মাঝে মাঝে চুপচাপ
কখনো দেন হুংকার।
এই হরি গেলি কই
ফাইল টা নিয়ে আয়,
অডিট রা এলো বুঝি
মাথা কেনো চুলকায়।
ইদানীং সব অফিসার
কেনো জানি বেশি বোঝে,
কথায় কথায় তারা
বড়বাবুর ভুল খোঁজে।
তুমি ভাই নতুন এলে
কর কেনো ঝামেলা,
চোখ বুজে কর সই,
দেখে নেব মামলা।
সেই সুরেই মাসতুতো
ডেকে বলে শোন ভাই,
নয় ছয় গঁদ বাধা
ডকুমেন্টস যাই হোক
নির্ভয়ে কর সই,
ওসব দেখে লাভ নাই।
অফিসে বসের চেয়ে
কভু বেশি বুঝনা,
লাল দাগে মুছে যাবে
প্রমোশন ও প্রণোদনা।
ওদিকে লোন অফিসার
পিকে লাল ঠোঁট তার,
হাসেন দু গাল ভরে
যেন এক অবতার।
আয় বাবা নিয়ে যা
সরকারি মাল তো,
অজুহাত শুনে শুনে
আমি বড়ো ক্লান্ত।
চাইনি তো পুরোটা
চেয়েছি শতাংশ,
নাহলে ভাই কেটে পর
দিলেম সব ক্ষান্ত।