জানেন বৌদি জামাই আমার
হয়েছে ভীষণ লক্ষ্মী,
পণ খাবেনা পণ করেছে
ঠোঁট কামড়ে দেয় থুক্কি।
এমন আলাভোলা না হলে
কেমনে বলো চলে,
সকাল বিকাল কদম্বুসি
শাশুড়ি আম্মা বলে।
ওদিকে দেখো ছেলেটা আমার
হয়েছে কেমন ত্যাড়া,
নিবে না কিছুই বিয়েতে তাহার
শ্বশুরের ইচ্ছে ছাড়া।
শ্বশুর বাড়ির আঙিনা যেনো
ছাড়িতে কভু না চাহে,
মাকে ভুলে গিয়ে হতচ্ছাড়া
শ্বাশুরিরে মা ডাকে।
জানেন বৌদি মেয়েটি আমার
হয়েছে মনের মতো,
ফেলে নাতো সে একটিও পা
শ্বাশুরির কথা মতো।
একটু চালাক না হলে বলো
কেমনে সংসার চলে,
স্বামীকে বাসে ভীষণ ভালো
শ্বাশুরি মা পদতলে।
কী বলে যে বুঝাই বৌদি
কপাল টা মোর পোড়া,
ওদিকে আমার ছেলের বৌ টা
পেয়েছি ভীষণ কড়া।
নেয় না তো খোঁজ, বলেনা কথা
মায়ের ইশারা ছাড়া।
ছেলেটা আমার লক্ষ্মী ছিলো
ছিলো সে আমার যশ,
বিয়েটা বড় কুলক্ষণা
বৌয়ের হাতে বশ।