আমার বাড়ি, আমার ঘর,
আমারে কয় তুই সর।
কোথায় কেন সরবো আমি,
জবাব নেব, তুই লা ধর।

ঠিকানা টা নোঙর মোর,
সব্যসাচী দিগ্বিদিক।
আঁতুড়ঘরে দামাল সৌর,
লড়বে, দৌড়বে যে ভৌমিক।

অন্যায়ে নয় আপোষ কথন,
গাইবো না তো সাম্য গান,
রক্ত জবার পিছচ্ছিলে দল
আনবে তুলে রক্ত কমল।


১২/০২/২০২৫