১০-১৫ টা খারাপ বছর তো কাটাতেই পারি!
কাটুক না কয়েক সহস্র নির্ঘুম রাত
না ফুটুক ভোরের আলো
বিষন্নতা ছড়ানো অনিশ্চিত ভবিষ্যৎ
অপ্রাপ্তির এই অসময়।
আকাশ কালো আছে থাকুক না
প্রাপ্তির হিসেব মিলছে না
না মিলুক
সব অংক না মিললেই ভালো
মিলে গেলে আর অশান্তি পাবো কই?
পুঁজি বলতে তো কয়েক কৌটা জমানো আক্ষেপ
ফুড়িয়ে গেলে কি নিয়ে চলবো
থাকুক, আরো জমুক, সয়ে যাক
যেমনটা সয়ে গেছে উচ্ছনে যাওয়া এই সময়।