মস্তিষ্কে ঘুনে ধরেছে
ধমনীতে রক্তের হাপিত্যেশ,
ব্যর্থতাগুলো গায়ে কাটা দিচ্ছে
চঞ্চলতা আজ নি:শেষ।

কোলাহলপ্রিয় প্রাণটা
আজ একাকিত্বে হারায়,
দুঃস্বপ্নগুলো উঁকি দিচ্ছে
স্বপ্ন ভাঙার তাড়নায়।

সন্নিবেশ সমযোজীতে জড়িয়ে গেছি
নিউরন থেকে নিউরনে প্রাপ্তির লোভ,
ব্যর্থতার দায় মাথায় নিয়ে
নিজের প্রতি বাড়ছে ক্ষোভ।

নিশ্বাসগুলো গুনছে দিন
নিয়ে সফলতার আশা,
হয়তো একদিন বিজয় আসবে
নয়তো বিজয়রুপী মরিচিকা।