আজকাল কেন জানি বাঁচতে ইচ্ছে করেনা।
বাঁচাটা সহজ সাদাসিধে লোভ নাহ?
পৃথিবীর ৭০০ করোটি একই লোভ
বাঁচবে সে!
তাইলে এখানে নতুনত্ব হইলো কই?
অন্য পাঁচ-দশটা মানুষের মতোই তো হয়ে রইলাম।
ভেতরে ভেতরে মরে যাই তবু বাঁচতে হবে,
নদীর তীরে বসে উদাস তাকিয়ে থাকা
একাকীত্ব কান্নার ধুম
নিজেকে হারিয়ে কাগজে মুড়িয়ে ছুড়েঁ ফেলা
তবুও বাঁচতে হবে?
বাঁচাটা একটু অদ্ভুতুরে করতে পারি নাহ?
কেন কাঁদবো?
কাঁদার জন্য আসছিলাম,
যে যাওয়ার গেছে, যা পাই নাই তা না পাওয়া থাকুক
তাও হেসে বেঁচে থাকার পুণ্য অর্জন হউক।
নিজের প্রতি গর্ব হউক, বিষাদ-অপূর্ণতা আমাকে
ডুবাতে পারেনি।