এত সৌন্দর্যের ভীড়ে আমরা অন্ধকারে কেন হারায়?
হারাতে পারিনা আবছা আক্ষেপের ঘোরে,
হয়তোবা হতাশার সৌন্দর্যের নীড়ে
কি আছে ওই চাকচিক্যতায়
আমরাই চাইলেই তো মলিন রঙে মিলিত হতে পারি
কিংবা ডুবে যেতে পারি ধুসর রঙের সমুদ্রে।
আসো আবার নতুন প্রাণোদ্দমে
এগিয়ে যায় নতুন হতাশার খুঁজে
তৃপ্তি মিঠায় ওই হতাশা পানে
অমৃতের চেয়ে তিক্ত ওই হতাশা
নিকোটিনের চেয়েও সুখকর।