(ভার্জিনিয়া - ১১.১১.২০১৩ ইং)
ওগো মরমীয়া,
পরীক্ষীত কিবা পরীক্ষমান,
বুঝিবার আকুল তাড়ায়,
দিশেহারা বোধে,
উদয় সূর্যের
স্মিত সংকীর্নতায়
আমি যেই কালে
কেবলই ঝুলন্ত শূণ্যতায় শূন্য-
অগভীর পরিচ্ছন্নতায়
আটকাইয়া যাওয়া মৎসখানির
ছটফট ঝাপটানির,
কাতরানির,
স্পষ্টতায় যেই বেলায় আমি কেবলই
সমবেদনায় ব্যথিত –
অস্তগামী সূর্যটাকে
আপন মানিয়া
দিব্য মায়াডোরে,
খোকাসুলভ তীব্রতায়,
ছুঁইয়া যাইবার
নির্লজ্জ বাসনায়
যেই বেলায় কেবলই
ছূটিয়া চলিয়াছি,
হরিন গতিতে –
হতাশ, ছল-ছল,
চোখে
ম্রিয়মান গোধূলীবেলার গোধূলী আলোতে –
সেই বেলা না হয়
বাড়াইয়াই চলিলে,
অথবা
সংকুচিত চেতনায়
অসম্ভব সম্ভাব্য সম্ভাবনায় ।
ওগো মরমীয়া,
আমি,
যারপর নাই,
তোমার প্রেমেতেই আকুল হইয়াছি ।
অতঃপর-
এই বেলায়,
বহুবিভ্রান্তির পরে,
তুমি সম্যক জানিয়াছ-
তুমি সম্যক জানিতে-
আমি কেবল এক চিলতে বর্ণালীরই প্রত্যাশায়,
একজনা তোমাকেই সম্যক জানিবার আশায়,
প্রাণপণ চেষ্টা চালাইয়া চলিতেছি……