কালো মেঘ উড়ে উড়ে চলে যায় সমুদ্দুর
বৃষ্টির দেখা নেই আগুনে রোদ্দুর
জ্বলে যায়, পুড়ে যায়, মানবতার ধ্বজা আজ
যোধা-আকবর ঘুমিয়ে যেখানে রক্তের হোলি সাজ
যমুনার বুকে বুঝি অস্তমিত মানবতার সূর্য
দিকে দিকে ছুটে চলে গেরুয়া বাহিনী তুলে রণতূর্য
মানবতার রক্তে রঞ্জিত দিল্লির রাজপথ
ধর্মের কুঠারে দ্বিখণ্ডিত ভারত মাতার জাতপাত।

উড়ো তুমি পতঙ্গ, রাজ আজ তোমারই জন্য
ধর্মের চেয়েও বুঝি মানুষ এতোটা নগণ্য
জালিয়ানওয়ালাবাগ ঘুরেফিরে যমুনার দুকূলে
শাহিনবাগ, জাফনাবাদ, খাজুরা পোড়ে বিষের অনলে
কোথা আজ ইকবালের 'সারে জাঁহা চে আচ্ছা'
গেরুয়া বাহিনীই কী দেশ ভকত্ সাচ্চা!
শাহনেওয়াজের ভারত মাতা কি জয় ভূলুণ্ঠিত
নেতাজী আর গান্ধীর বাণী আজ অস্তমিত।

দেখ মাতা হিন্দুস্তান সন্তান মরে আজ তোমারই
কি আছে লাশের গায়ে হিন্দু না মুসলিম কি রিস্তে,
ধূপ আর আগরে স্বাগত হে মৃত্যুর ফেরেশতা
দু'হাতে কসাই খুবলায় মাংস বলে হ্যায় নমস্তে।

রুবু মুন্নাফ
২৯-০২-২০২০
দক্ষিণ বনশ্রী, ঢাকা।