রক্তে যতো আগুন ধরে, মুক্ত মনে ধরে না
সিক্ত দেহে জলের আকার, প্রসবণে বাঁধে না
রক্ত কোথায়, অক্ত জানে, কিসের এতো হাহাকার,
শোণিত ধারার প্রবাহ কী এতোটাই নিরাকার!
বাতাস মিশে শ্বাস-প্রশ্বাসে, রক্তের আবার কিসের আকার
হঠাৎ করেই ঘুম ভেঙে যায় বারুদগন্ধী দারুণ সাকার
নিঃস্ব জনে কিসের টানে পথের বুকে আগল বাঁধে,
দারুণ খরায় চৈত-বৈশাখে ও ঝড়ের ন্যায় উল্কা কাঁধে।

অমিত তেজ তরুণ জওয়ান রক্তচক্ষুতে অকুতোভয়
শোণিত ধারার প্রতিটি কণায় নিয়ম ভাঙ্গার প্রত্যয়।
বুকের ভেতর আগ্নেয়গিরি টগবগিয়ে চলে ছুটি
হ্যাঁচকা টানে নিয়ম ভাঙ্গে অনিয়মের ধরে টুটি।
তরুণ মনে প্রশ্ন জাগে কিসের আবার ভবিতব্য
অনিয়মকে ঝেটিয়ে দিয়ে নতুন করাই কর্তব্য।

রুবু মুন্নাফ
২১-০৭-২০২৪
বনশ্রী, ঢাকা।