সাদাকালো মন; রঙিন জীবন

সাদাকালো মন; রঙিন জীবন
বাইরে কত আলোর ছড়াছড়ি,
ভেতরে আবর্ত; করেছে মূর্ত
ভেতরে বাহিরের দ্বন্দ্ব; ছাড়াছাড়ি।

একটি রঙিন মন
করতে চায় আলাপন; দেয় উঁকিঝুকি,
সাদাকালো মন; করে শুধু বারন
রঙিনেরে বেঁধে দিতে চায় ফাঁকি।

ওরে অবুঝ মন
শোনে না বারন,
দু'য়ের দ্বন্দ্বে নিষ্পেষিত
সাদাকালো না রঙিন জীবন।        

রুবু মুন্নাফ
২২-১১-১৩
নবাব কাটারা, ঢাকা।