তুমি যদি শুনে থাকো প্রিয়তমা
তবে করিও আমায় ক্ষমা;
কোন এক ক্লান্ত দুপুরে বাতাসে যে ফিসফিসানি
মন্থর পায়ে হেঁটে আসা পথিকের শ্রান্ত দেহখানা,
তা এক অমোঘ বার্তা বয়ে আনা আকুল প্রয়াস-
একটি অপরিপক্ক ভালোবাসার যবনিকাপাত টানা।

অথচ কি তুখোড় মন দেয়া-নেয়া পর্ব শুরু হয়েছিল,
চারটি চোখে ঢুলুঢুলু মাদকতা মহব্বত সরাব টেনে
আজ প্রতিটি পলকে তেজাব মিশানো এতোই তিক্ত
হায়! কি সময়ই না ছিলো, এতো পিয়াস কোথায় মিলালো।

রুবু মুন্নাফ
২৭-০৯-২০২০
বনশ্রী, ঢাকা।