ধমনীতে কিসের টগবগানো ছুটে চলা স্ফূলিঙ্গ
হায় মুসলমান! ঘুমিয়ে আছে হয়ে ন্যুব্জ বিভঙ্গ
হায় উম্মাতি, হায় উম্মাতি; কাঁদে যে জন আজও
তাঁর অপমানে কাঁদে কী মন? কলিজা কী কাঁপে কারো!

কতো দুঃসাহস নবী'কে (সঃ) তোরা করিস অপমান
দয়ার নবী'র (সঃ) উম্মাত হয়ে ও আমরা বড় বেঈমান;
রক্তে কেন আগুন জ্বলে না, তুলে নিই না কৃপাণ
কোথায় ওমর, কোথায় আলী, আবু বকর আর উসমান
নবী'র পেয়ারে কাঁদে না কী মন, কাঁদে যে আজ ত্রিভূবন।

বেঁচে আছে আজও হিন্দ বিনতে উতবারের বংশজধন
বদর, উহুদ, তায়েফের বদলে আছে আজ হিন্দুস্তান
কেন তবে আজ চুপ করে আছো মুমিন মুসলমান
রক্তে কী আজ আগুন ধরে না নবী'র (সঃ) অপমান।

রুবু মুন্নাফ
১০-০৬-২০২২
বনশ্রী, ঢাকা।