তুমি মা, তুমি বোন, তুমি কন্যা,
সৃষ্টির এক মহা বিস্ময় তুমি;
নারী তুমি অনন্যা ।
তুমি সৃষ্টি, তুমি ধ্বংস, তুমি নতুনের আহবান,
সৃষ্টিকে বাঁচিয়ে রাখ তুমি;
নিয়ে আস আগামীর সন্তান ।
তুমি মিছিলে, তুমি স্লোগানে, তুমি শোভাযাত্রায়
দূর্যোগেও অবিচল তুমি;
তুমি আছ চায়ের কাপে ও আড্ডায়।
তুমি সংগ্রামে, তুমি শান্তিতে, তুমি মুক্তিতে,
সরব উপস্থিতি তোমার বায়ান্ন একাত্তরে;
জায়া হয়ে আছ তুমি পতির অনুপ্রেরণাতে।
এক মহাকালের জন্ম তোমার গর্ভেতে,
দিয়েছ কত শত সন্তান, আরো আছে অনাগত;
মহাজীবনের ধারা ধরে রেখেছ ধরণীতে।
নারী তুমি অকারন, জড়াও বাঁধন,
কত দূরের জনকে করে নাও আপন;
ধন্য ধন্য তুমি নব সৃষ্টির নব জাগরণ।
রুবু মুন্নাফ
০৬-১০-১৩
নবাব কাটারা, ঢাকা।