মৃত্যুর মিছিলে বন্ধু এসো স্বাগতম
এই ভয় করি জয়, অজ্ঞাত শত্রুর হোক পরাজয়
গেয়ে যাই এসো মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান
ক্ষুধায় যত না কাতর মানুষ, লোভের থাবায় ক্ষত প্রাণ।
কাতর আজ প্রিয় বাংলাদেশ ওষ্ঠাগত তাঁর নাভিশ্বাস
বেভুলে কী আমলাতন্ত্র নাকি রাজনীতির মারপ্যাঁচ
নাকি অসীম ক্ষমতা আজ ভুল লোকের রাহুরগ্রাস
তবে যেনে রেখো বন্ধু মৃত্যু উপত্যকায় হবে চাষবাস।
এই সকরুণ মৃত্যুই কী ললাট লিখন সাধারনের
কিংবা নিছকই সৌখিন আলিঙ্গন রাজরাজড়াদের
না বন্ধু মানবতা কী আস্তাকুঁড়ে গুমরেছে কী প্রাণ
তবে কি আর ভয় এসো মৃত্যুর মিছিলে গাই জীবনের জয়গান।
রুবু মুন্নাফ
২১-০৪-২০২০
বনশ্রী, ঢাকা।