আমার কলমে ফাহাদের রক্ত, কাগজ মানচিত্র
শকুনে শেয়ালে খুবলে করেছে ক্ষত বিক্ষত
বাবার চোখে বেদনার অশ্রু, মায়ের বুকে হাহাকার
জাগবে কী ঘুম আমাদের, শুনে বাংলা মায়ের চিৎকার।
হারায়েছে যার, সে জানে তার ক্ষত কতো গভীরে;
বাবার কাঁধে পৃথিবী সমান বোঝা দিলাম চাপিয়ে
মায়ের জঠরে তিলতিল করে উঠেছিল যে বেড়ে সোনা মানিক ঘুমায় আজ বাংলা মায়ের কবরে।
হায়েনা বুঝি কামড়ে ধরেছে লাল-সবুজের পতাকা
কোথায় সালাম, কোথায় মতিউর, লড়বি কী একা;
ঘুনে ধরেছে বিবেকে আমাদের ন্যায়ের ঝান্ডা যাদুঘরে
মুষ্টিমেয়র লোভে বাংলা ধ্বংসের অতি কিনারে।
রুবু মুন্নাফ
০৮-১০-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।