শব্দের কঙ্কাল আজ কবিতার পংক্তিমালা
অনুভূতিহীন ভাবনাগুলো আকাশ ছুঁতে চায়;
রমণীর দমিত কান্নার ন্যায় স্বার্থ হাসিলের ঘ্যানঘ্যানানি,
পিয়ানোর তার ছেঁড়া আর্তনাদের নিনাদ বাড়ায়,
দেহ সর্বস্ব বইয়ের মলাটে আটকে পড়ার হাতছানি
অথচ কবিতার সীমানা আকাশে ফানুস উড়ায়।
কতটা পুরুষ্ট শব্দের ভান্ডার হলে তবে, হবে কবিতাবাড়ি
কতটা বাঁধন আলগা হলে আকাশকে যাবে ছাড়ি।
কবিতারা বরং সুরের ঝঙ্কার তুলুক প্রতিটি চেনা পথে
আনমনে হেঁটে চলা পথিকের গুনগুনের সাথে।
কি দরকার অবদমিত হেয়ালিতে কবিতার সর্বনাশ
আত্মার স্বতঃস্ফূর্ততায় কবিতাবাড়িতে হোক বসবাস।
শব্দেরা মিছিলে নামুক কবিতার সমর্থনে
খুলে যাক সকল দুয়ার,কবিতার বসত হোক আসমানে।
রুবু মুন্নাফ
১০-০১-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।