তোমাকে আর মুখ ফুটে বলতে হবে না
কতটুকু ভালবাসা হৃদয় গভীরে লুকানো
তোমার হয়ে তোমার হৃদয় কথা বলছে।
এত মিথ্যা মিথ্যা খেলা-ও তোমরা খেলতে পারো।
কি প্রয়োজন ছিল লুকোচুপি খেলার
তুমি কি জানো না কত বড় দর্পন তোমার চোখ!
ব্যাকুলতা কি শুধুই হৃদয়ের গহন কোনে লুকায়
তোমার গ্রীবাদেশ, তোমার অধরের ভাষা কি ফেলনা
তারা কি কোন যোগই স্থাপন করে না হৃদয়ে।
বাধো বাধো কথার মশাল কি স্ফূলিঙ্গ ধারন করে না
নাকি ভিসুভিয়াস ঘুমায় হৃদয়ে কিংবা পম্পেই
এসো তবে বাঁধো আলিঙ্গনে, জুড়াও মন ভারখয়ানস্কে্।
কতটুকু বিবস্ত্র করে তবে তুমি ক্ষান্ত দিবে
ঠা ঠা শূণ্য মরূদ্যান কি যেচে নিতে চাও
কিংবা বালিয়াড়ি গড়ে মিথ্যে মন ভোলাও।
তবে তাই হোক না, যেমন উপেক্ষিত তোমার হৃদয়
তোমার বাহ্যিকতার পাশে।
শোন, এত ফেলনা না হৃদয়।
বরং বাড়িয়ে দাও তোমার হাত
দেখ না কতটুকু বিশ্বস্ত তা হতে পারে।

রুবু মুন্নাফ
০৬-০১-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।