পাতারা কত সুখী, ফিরে ফিরে আসে
মাটিতে পঁচে যায়, তবুও রেশ রেখে যায়।
তাদের ও দিন থাকে; বাতাসে কত কানাকানি করে
পাখিদের সাথে লুকোচুরি খেলে সময় কাটায়।
সূর্যের আলোতে করে ঘরকন্না, হয় হরেক রান্নাবান্না
তারপর পাতা ঝরার দিন আসে,
আস্তে করে কোন এক বিকেলে টুপ করে ঝরে পড়ে যায়
হাসি আনন্দের যবনিকাপাতে মাটিতে সুখে ভাসে।
এই বুঝি এলো নতুন সময়, বহু বান্ধবের সাথে মিলবার
সেখানে থাকে কত অনুজীব, কত হাড়গোড়ের সংসার।
সেই ভিড়ে আমারও কী করোটির আছে স্থান
কিংবা ঊর্বস্থি আর স্টেপিসের হবে কী সহাবস্থান।
হয়তো পাতারা নিজেকে বিলায় ফিরে ফিরে আসবার
আমিও কী পাতা হই, মাটি হই, হই অনুজীবের সহোদর,
তবে কেন মিছে অনুযোগ, কিসে আমার অহংকার
সেই তো মিশেই যাবো, ফিরে ফিরে আসবো বারংবার।
রুবু মুন্নাফ
১২-১০-২০২১
বনশ্রী, ঢাকা।