তারপর এক ভরা সন্ধ্যা নেমেছিল
যে দিন গোলাপের বাগানে আগুন ধরেছিল,
কতিপয় দুষ্কৃতকারী-
মোহে অন্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিল।
প্রতিটি ফুল ফুটে ফুটে মিটিমিটি তারা ও জ্বলে নি
বাগানের বেড়া কেটে হরিলুটে মত্ত বেনিয়ার দল,
প্রেমিক যুগলের জন্য কলি টাও রাখে নি
সব বিকিয়েছে ভোগে আচ্ছন্ন নেকড়ের পাল।
ইদানীং ভালোবাসাবাসিটা দূরস্থ যুগলের কাছে
গোলাপেরও তাই অবসরে কাটে দিনাতিপাত,
মাঝে মাঝে যদিও আকাল আসে, ধার করে বাঁচে
তবুও গোলাপ জিম্মি হলে আসে কী প্রভাত!
কোন একদিন ফাগুনের হাওয়া উড়িয়ে বসন্ত আসে
গোলাপেরও মুক্তি দিতে চায়, আগুনে দামে নয়;
বেনিয়ার লালসার অবসানে মুখ ফিরিয়ে হাসে
তারপর হাঁটু গেড়ে বসে বলে, ভালোবাসতে চায়।
রুবু মুন্নাফ
১২-০২-২০২০
দক্ষিণ বনশ্রী, ঢাকা।