আমার ভালোবাসাটুকু রেখো জমা, প্রিয়তমা
কতটা পুড়ে খাঁটি হয় সোনা, আছে কী জানা;
নিজেকে উজাড় করে বিলিয়ে দেবার আছে যাতনা
না হয় জানা হয় না কতটা হবে লেনাদেনা।
পরিমাণে কতটুকু লাগে কতটা হয় জমা
সবটাই কী অনুঁরজনা,
না কি মিথ্যে মায়ায় বাঁধা এ সবই কল্পনা।
দেখেছ কী অনেক থেকেও বিষন্নতায় গুমরে মরা
হৃদয় গহীনে চাপ চাপ ব্যথা তবুও বুকে হয় না টানা,
ভালোবাসা বুঝি এমনি হতে হয় মুখেতে বলা হয় না
ভালোবাসাহীন মানুষ দেহতে বাঁচে হৃদয়ে বাঁচে না।

রুবু মুন্নাফ
১২-০৯-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।