সেদিন ও রক্তে ঝরেছিল - মায়ের বুকের; বাংলা মায়ের
আজও ঝরল- বুকের আগল খুলে দেয়া সন্তানের!
এই কী চেয়েছিলেন পিতা! রক্তে রঞ্জিত দুহিতা
কেমন দামাল দামাল রব তোলা যৌবনের বারতা।
মুক্তি চাই, মুক্তি চাই, অচ্ছুৎ কীটের কেমন আস্ফালন
দমিয়ে রাখতে পারে নি তরুণের মুষ্টিবদ্ধ রক্তক্ষরণ।
বুকের রক্তে ছলাৎ ছলাৎ ঢেউ খেলে যায় অনুক্ষণ
শিকলে বাঁধা স্বাধীনতা এই কী বাংলা মায়ের পণ?
রফিক আছে, সালাম আছে, আজাদ, নুর, সনিরা বেঁচে আছে
সাইদরা নতুন যোগ হয়েছে ; কালে কালে আসবে আরো-
লাশের মিছিল বাড়বে শুধু পরস্পরে দুষবো কাকে?
বদ্ধ বিবেক অন্ধকারে ঘুমিয়ে থাকা শিয়ালপণ্ডিত
বাঘের গায়ে আঁচড় লাগা ঘুমিয়ে থাকা হাড়হাবাতে
এক লহমায় দাঁড়িয়ে গিয়ে মুক্ত চিন্তার বাংলা মা'কে।
রুবু মুন্নাফ
১৬-০৭-২০২৪
বনশ্রী, ঢাকা।