ইট, পাথর আর কংক্রিটের রাস্তা সবই আছে
শুধু নেই আগলে রাখার আগল, হে আমার শহর;
এ শহর বড্ড মুখস্থ মানুষ পোষে, ইট পাথরের মতই
গাদাগাদি করে চলে তবু কেউ কারো নয়, সবই পর।
এই শহরে আমার কেউ নেই,
দেহাতি আজ শহুরে হয়ে খুঁজে কে আপন, কে পর-
হে আমার শহর, লালায়িত জিবে চমকানো জীবন
না হলে তুমি আমার বাড়ি, না হলে সাধের ঘর!
আমার দেউটিতে টিমটিমে আলো, আমার শোবার ঘর
চাঁদের আলোয় ভেসে যাওয়া একমুঠো আদর;
আজও স্বপ্নেরা ডানা মেলে বিছিয়ে গাঁয়ের চাদর
অথচ আমি শহুরে হয়েছি, গাঁ আমার হলো পর।
এই শহরে আমার কেউ নেই,
নেই কোন আপনজন
না হলাম আমি শহরের না হলো শহর আমার আপন।
রুবু মুন্নাফ
২৮-০৪-২০২২
গুলশান-১, ঢাকা।