দু'জনায়

আমার কাছে দুঃখ বেচে সুখ কিনতে চাও
কান্না ভেজা চোখের পাতায় মাশকারা লাগাও
কান্না বেচো কান্না বেচো দুঃখ বাড়ির হাটে
সুখের উঠোন মাড়িয়ে গিয়ে তালপুকুরের ঘাটে।

সুখ বেসাতির রঙিন হাওয়ায় উড়াই ফানুস
দুঃখ ভোলার ভান করে যাও অচিন মানুষ
আমার কাছে সুখের চাবি সিন্দুকে তোলা
দুঃখ ভুলে হাসি বিলাই আমি আত্মভোলা।

সুখ কিনেছি সুখ কিনেছি দুঃখ বাড়ির হাটে
প্রখর রোদে হাঁটতে দেখি সূর্য গেলো পাটে
দুখে’র সন্ধ্যা ঘনিয়ে আসে সুখ দিলো আড়ি
সারাটাক্ষন রইলো বসে ফিরবে না আজ বাড়ি।

কিসের দুঃখ কিসের সুখ অনিশ্চিত যাত্রায়
হাতটি ধরো শক্ত করে দু'জন দু'জনায়
দুঃখ আসুক সুখ আসুক কিবা আসে যায়
এক জীবনে হাজার জীবন রইবো দু'জনায়।

রুবু মুন্নাফ
২৩-১০-২০২০
বনশ্রী, ঢাকা।