থমথমে সন্ধ্যায় এক অনাহুত অতিথি আসে ধীরপায়ে
তার চোখ ঠিকরে বেরিয়ে আসে নীল দূতি,
কি এক মোহময় মুগ্ধতা তার ভয়হীন চাহনিতে
পৌরুষতা যেন দুকূল ছাপিয়ে ভাসায় সুখ বেসাতি।
এ যেন চোখের আরাম, এমন দীপ্যমান উপস্থিতি;
কোন কিছুই পরোয়া না করা এক বলিষ্ঠ অবয়ব
কে এলো এই উত্তাল তরঙ্গ ঠেলে জনমানবহীন দ্বীপে
বুঝি কোন দেবদূত শুনেছে পূজারীর আকুল মিনতি।

আকাশ ভেঙ্গে ঠিকরে পড়া আলোয় ঘুম ভাঙ্গে,
কোথায় সে দেবদূত হন্যে হয়ে খুঁজেফেরে
আবার ঘুমে তলিয়ে যেতে চায় সুর তুলে মৃদু মৃদঙ্গে।
এ কেমন স্বপন ঘোর, চোখ বাঁধা থাকে রূপোলী চাদর,
কোথায় হারালো বলিষ্ঠ পৌরুষতা, কেন বিলীন চরাচর
দেবদূত বুঝি ঘুমিয়ে কাটায়, আসে নতুন এক ভোর।

রুবু মুন্নাফ
২৮-০৫-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।