একফালি সোনা ঝরা রোদ উঁকি দেয় আমার বারান্দায়
শান্ত শহরের বুকে জেগে উঠে লোকালয়।
-সেই যে কাক ডাকা ভোরে মুয়াজ্জিন ডেকেছিল
বারো আওলিয়ার দেশে নামাজের আমন্ত্রণ
সাগরিকার বুকে রাতভর দাপাদাপি করে কলের ইঞ্জিন
ভাটিয়ারীর কোলে তখনো ঘুমায় যে দৈত্য তা জলের চট্রলায়।
ভেলুয়া সুন্দরী চটপটায় তার দীঘির কালো জলে
সেই যে সাদা সাহেবরা এসেছিল ট্রাঙ্করোড ধরে
তাদের আসা আজও থামে নি
নতুন রূপে শুষে নেয়, দাপিয়ে বেড়ায় চট্রলার কোলে।
কুমিরার বুক ফালা-ফালা করে কোম্পানির কোপে
পাহাড়ের কান্না কেউ কী শোনে না গুনগুনিয়ে কাঁদে
গুমরে মরে কী চন্দ্রনাথের পাহাড়ের বাঁকে বাঁকে।
বীর চট্রলার ইতিহাস আজও হয়ে আছে অব্যয়
ধূলায় ধূসরে ধীরে পায়ে ঘনিয়ে আসছে তার ক্ষয়।
রুবু মুন্নাফ
১১-১২-২০১৯
হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল, চট্টগ্রাম।